বাংলাদেশ সময়

শুক্রবার, ৪ নভেম্বর, ২০১১

মিনা আবিদ শাহরিয়ার বাপির প্রতি শ্রধাঞ্জলি!



মিনা আবিদ শাহরিয়ার বাপির প্রতি শ্রধাঞ্জলি!
দেশের মাটি, মানুষের প্রতি অপরিসীম শ্রদ্ধা ও দায়বোধে অঙ্গীকারবদ্ধ, ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জিবিত, নিবেদিত সংস্কৃতি কর্মী আবিদ স্বপ্ন দেখতেন এক নতুন বাংলাদেশের। ক্লোজ আপ ওয়ান তারকাখ্যাত আবিদের রবীন্দ্রসঙ্গীত ছিল ধ্যান জ্ঞান। রবীন্দ্রসঙ্গীত কে নতুন প্রজন্মর কাছে আকর্ষণীয় করতে আবিদের চেষ্টা ছিল অব্যাহত।
আবিদের সুললীত মায়াময় কণ্ঠের জাদুতে দর্শক শ্রোতা মুগ্ধ হয়েছেন। আবিদ বলতেন “ আমি গান করি দেশের জন্য, দেশের মানুষের মুখে হাসি ফোটাবার জন্ন”দেশ ও মানুষ কে নিয়ে ছিল অভাবনীয় স্বপ্ন। বন্ধুবৎসল, সদাহাস্যময়, মার্জিত- রুচিশীল, সংস্কৃতিবান এই গুনি শিল্পী বর্তমান দৈশিক এবং বৈশ্বিক নানা মাত্রিক অবক্ষয়ের ক্রান্তিকালে নিজেকে তৈরি করেছিলেন স্বতন্ত্র মর্যাদায়, সুমহান আদর্শে। মাত্র ২৫ বছর বয়সেই অঙ্কুরেই বিনষ্ট হয়ে গেল প্রিয় আবিদ! গত ২৯ জুলাই, শুক্রবার কক্সবাজার সমুদ্র সৈকতে তার সকল প্রিয় জনদের কাদিয়ে চলেগেছেন এই পৃথিবী ছেড়ে মহাকাশের অসীমে! অমৃতলোকে- না ফেরার দেশে! আবিদের শেষ সৃতি হিসাবে রেখে গেছে একটি অডিও এ্যালবাম! যার শিরোনাম “নব আনন্দে জাগো” তার সৃতির প্রতি জানাই গভীর শ্রধাঞ্জলি। আবিদের প্রতি সেই শ্রদ্ধা স্বরূপ একটি অডিও সিডি সংগ্রহে রাখতে পারেন। আর কোনদিন একক কোন এ্যালবাম হয়তো বের হবেনা। আর সামান্য কিছু গান হয়তো পূর্বে থেকে রেকর্ড করা সেটি হয়তো নূতন মোড়কে কমার্শিয়াল চিন্তা চেতনা নিয়ে যে কোন প্রযোজনা প্রতিষ্ঠান থেকে বের হবে! সে যাই হোক জি সিরিজ এর প্রতি সুভেচ্ছা রইলো। এ্যালবাম টি সবার হাতে পৌঁছে দেবার জন্য। এই জন্য জির স্বত্বাধিকারী খালেদ ভাইকে ধন্যবাদ জানাই।

আসুন যদি মন চায় আবিদের এ্যালবামটি সংগ্রহ করি সকলেই।
সবাই কে ঈদের সুভেচ্ছা।
ভালো থাকুন। নিরাপদে থাকুন।

২টি মন্তব্য: